বিদ্যালয় পরিচিতি :

ভাঙ্গুড়া উপজেলাধীন পারভাঙ্গুড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত ছায়াঘেরা সুনিবিড় পরিবেশে আরাজী পারভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত।এলাকার নাম অনুসারে বিদ্যালয়টির নামকরণ করা হয়েছে। অতি প্রাচীন এবং স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয় ১৯৪১ সালে। সরদারপাড়া মহল্লার শিক্ষানুরাগী ও অভিজাত ব্যক্তি মৃত রিয়াজুল ইসলাম বিদ্যালয়ের ৫৬ শতাংশ মূল্যবান জমি দান করেন এবং অত্র এলাকার বিশিষ্ট, গুণীজন, বিদ্যোৎসাহী ব্যক্তিদের সহযোগিতায় অত্র বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। কালের ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে অধ্যয়নকৃত অনেক শিক্ষার্থী দেশবরেণ্য বিভিন্ন পদে কর্মরত থেকে দেশের সেবা করে যাচ্ছে এবং ঢাকা, রাজশাহী সহ স্বনামধন্য ইউনিভার্সিটি এবং মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং সহ বিভিন্ন সফল সেক্টরেও রয়েছে উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পদচারনা। বর্তমানে এই বিদ্যালয়ে অত্যন্ত নিয়মানুবর্তিত প্রধান শিক্ষক নিশাত রেহানা সহ মোট ০৮ জন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার্থী সংখ্যা ১২৩ জন। ধারাবাহিকভাবে ৫ম শ্রেণির বৃত্তি ও সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল গতানুগতিকভাবে সন্তোষজনক।