আরাজী পারভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশুদের মনোরম পরিবেশে পাঠদানের একটি আদর্শ প্রতিষ্ঠান। শিক্ষাদানের পাশাপাশি, নৈতিকতা, মূল্যবোধ, সাংস্কৃতিক অঙ্গনের পদচারণাসহ সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলাসহ, পোশাক পরিচ্ছদ, নীতি নৈতিকতা ও মননশীলতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আরাজী ক্লাস্টারের অন্তর্ভুক্ত এই বিদ্যালয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত¡াবধান ও নির্দেশনায় শিক্ষার মানোন্নয়ন ও আধুনিকী করণে আমি দারুনভাবে উৎসাহিত হয়েছি। এছাড়াও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহয়োগিতায় বিদ্যালয়টি দ্রæত গতিতে এগিয়ে যাচ্ছে। এজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশের সু-নাগরিক গড়ে তোলাই আমার লক্ষ্য।
ধন্যবাদান্তে ,
নিশাত রেহানা
প্রধান শিক্ষক ,আরাজী পারভাঙ্গুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ,ভাঙ্গুরা, পাবনা।